আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫
শিশুর কিশোরদের মনন বিকাশে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। চারুতা সঙ্গীত একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন।
সুর আর ছন্দের অপূর্ব মেলবন্ধনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয় চারুতা সঙ্গীত একাডেমির ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুরুতেই গ্যালাারি হলে চারুতা সঙ্গীত একাডেমির চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এরপর মুক্ত মঞ্চে সমস্বরে জাতীয় সঙ্গীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হয় দলীয় নৃত্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ মাহমুদ তানভীর, পংকজ কুমার সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চারুতা সঙ্গীত একাডেমির নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি। বাচীক শিল্পী এহ্তেশামুল হকের প্রাণবন্ত সঞ্চালনায় সভাপতিত্ব করেন চারুতা সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী ও প্রশিক্ষক অধ্যক্ষ ফজল আমিন শাওন। অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, চারুকলা, গীটার প্রভৃতি বিভাগের কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, একক নৃত্য, বৃন্দ আবৃত্তি, যন্ত্র সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের সুস্থ সংস্কৃতি চর্চা প্রচার ও প্রসারে চারুতা সঙ্গীত একাডেমি নিষ্ঠার সাথে হৃদয়ে বাংলাদেশ শিরোনামে বিগত ২৬ বছর কাজ করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কেননা শিশু কিশোরদের মনন বিকাশে শুদ্ধু সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি চারুতার এ কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।## প্র্রেস বিজ্ঞপ্তি