আপডেটের সময়ঃ জানুয়ারি ৮, ২০২৩
সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘শীতের ফেরিওয়ালা ’কর্মসূচি চালু করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।এই কর্মসূচি আওতায় সুবিধা বঞ্চিত মানুষরা ১৩ধরনের শীতে ব্যবহার্য বস্ত্র ও প্রসাধনী পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
রবিবার (৮জানুয়ারি ) চট্টগ্রাম নগরীর মোহাম্মদ পুর এলাকায় কর্মসূচির আওতায় ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল, শাল, মাপলার,সুয়েটার,জ্যাকেট,পায়ের মৌজা,হাতের গ্লাপ্স,মান্টি টুপি,কান টুপি,ভেসলিন,লৌশন সহ বিভিন্ন ধরনের শীত ব্যবহার্য্য সামগ্রী বিতরন করা হয়।শিক্ষা উপমন্ত্রি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সার্বিক দিক-নির্দেশায় ‘শীতের ফেরিওয়ালা ভ্রাম্যমাণ শীত বস্ত্র ও প্রসাধনী চলমান থাকবে বলে জানা গেছে।
এর আগে ভিন্নধর্মী বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তোসাদ্দেক নূর চৌধুরী তপু।তিনি নিজ উদ্যোগে দেশে সর্বপ্রথম চালু করেন ফ্রি সবজি বাজার, মুদির বাজার, শিশু মার্কেট, পুষ্টি গাড়ি,ফ্রি মুদির বাজার,,সেহরিরওয়ালা এরই ধারাবাহিকতায় এবার শীতের ফেরিওয়ালা ভ্রাম্যমাণ শীত বস্ত্র ও প্রসাধনী বাজার চালু করেছেন।#