আপডেটের সময়ঃ জুন ২, ২০২২
বর্ণিল আয়োজনে সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সংগীতালয় ‘এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠানের পরিচালক কণ্ঠশিল্পী ও অপর্ণাচরণ কলেজের বাংলা বিভাগের প্রভাষক সুতপা চৌধুরী মুমু’ র পরিচালনায় বর্ণিল সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
আবৃত্তি শিল্পী ও” বোধন ” আবৃত্তি সংগঠনের প্রশিক্ষক সুবর্ণা চৌধুরী ও গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সংগীতালয়ের পরিচালক শিল্পী সুতপা চৌধুরী মুমু। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শাহেদ আলী চৌধুরী। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সঞ্জীবন চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় রাগঃ বৃন্দাবনী ষাড়ঙ্গ এ ছোট খেয়াল পরিবেশনার মাধ্যমে। এতে সংগীতালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অতিথির বক্তব্য প্রদানের পর শিশুশিল্পীদের পরিবেশনায় ছিল ” হা রে রে রে রে আমায় ” এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় “ধিতাং ধিতাং বোলে”। ৪ জন শিশু শিল্পীর পরিবেশনায় ছিল ” নাদের দের দা তুম না তুম” ।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় ” এসো শ্যামল সুন্দর”, লোকসংগীত ” কলকল ছলছল নদী করে টলমল” এই ২ টি গানের পর সংগীতালয়ের প্রশিক্ষক সুতপা চৌধুরী মুমু’র পরিবেশনায়” আমার আপনার চেয়ে আপন যে জন” এই নজরুল গীতিটি পরিবেশিত হয়। দ্বৈত কণ্ঠে ত্রিবেনী ও জয়িতা গেয়ে শোনান ” সুরেরও এ ঝর ঝর ঝর্ণা” । দ্বৈত নৃত্য পরিবেশন করে সংগীতালয়ের ছাত্রী জান্নাতুল ও নাঈমা।
সর্বশেষ পরিবেশনা ছিল দেশাত্মবোধক গান – ” পূর্ব দিগন্তে সূর্য উঠেছে “, ” তীর হারা এই ঢেউয়ের সাগর” ,” মুক্তিরও মন্দির সোপানতলে” এবং শেষ গান ” আমরা করবো জয়” এর মধ্য দিয়ে সমস্ত ছাত্র ছাত্রী মঞ্চে দাঁড়িয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করে। যন্ত্র সংগীতে ছিলেন তবলায়ঃ সৈকত চৌধুরী, কীবোর্ডেঃ সৃজন রায়, অক্টোপ্যাডঃ কুশলব শীল, একোস্টিক গীটারঃ সুচয়ন দে। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা ছিলেন সুতপা চৌধুরী মুমু এবং সার্বিক সহযোগিতায় সৈকত চৌধুরী।