সংবিধানের চার মূলনীতি বাস্তবায়নের দাবি উদীচী চট্টগ্রাম জেলা সংসদের


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ আগস্ট ১৬, ২০২৩

স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে সংবিধানের ৪ মূলনীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে ‍উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।

 

বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্য অদ্য ১৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়।

 

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাস্কর ধর, জয়তী ঘোষ,জয়শ্রী মজুমদার, গৌতম দত্ত,অনিন্দিতা দেবনাথ,আদিত্য দে, কথা ছন্দ প্রমুখ।

আলোচনার সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সভায় বক্তারা বলেন,১৯৭৫ সালে ১৫ আগস্ট কালোরাত্রিতে ঘাতকেরা নির্মমভাবে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেন যা জাতি হিসেবে অত্যন্ত লজ্জার এবং ঘৃণার।এই হত্যাকান্ডের মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শক্তিরা সামরিক কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হয়ে স্বাধীনতার স্বপ্ন, এবং চেতনার প্রতীক সংবিধানের চার মূলনীতিকে অগ্রাহ্য করে রাষ্ট্র পরিচালনা করে যা পরবর্তীতে নির্বাচিত সরকারও অনুসরন করে এবং এর মধ্যে দিয়ে আজকের বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অনিরাপত্তা,সাংস্কৃতিক সংকটে প্রিয়মাতৃভূমি কলুষিত হয়েছে।

 

বক্তারা আরও বলেন,আজ স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেও সংবিধানের চার মূলনীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর নয়।অবিলম্বে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে সংবিধানের চারমূলনীতিব প্রয়োগ এবং আইন করে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার জন্য জোড় দাবী ব্যক্ত করেন।# বিজ্ঞপ্তি