সদারঙ্গ এর ২৮ তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ এর বাৎসরিক আয়োজন ‘২৮তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন-২০২৫’ আয়োজন করা হয়েছে সংগীত মনিষী আমীর খসরু -র স্মরণে।

 

আগামী ২৭ ও ২৮ শে ফেব্রুয়ারী। পাঁচ পর্বের অনুষ্ঠান মালা দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় প্রথম পর্ব উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এবং মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশখ্যাত বংশিবাদক উস্তাদ আজিজুল ইসলাম, সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। এইদিন দ্বিতীয় পর্ব, উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান সন্ধ্যা ৬.৩০ এ।

 

২৮ ফেব্রুয়ারী তৃতীয় পর্ব, প্রভাতী অধিবেশন সকাল ৯ টায়, কিশোর-কিশোরী শিল্পীদের পরিবেশনায় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। চতুর্থ অধিবেশন সেমিনার সকাল ১০.৩০ এ। বিষয় : তবলার বোল বাণী শিক্ষার সাথে লয় সাধনার গুরুত্ব। পঞ্চম ও অন্তিম অধিবেশন সন্ধ্যা ৬ টায়। সান্ধ্যকালীন এই অধিবেশনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী রিয়াজ ওয়ায়েজ।

 

দুই দিন ব্যাপী এই সম্মেলনে সমগ্র দেশ থেকে গুণী শিল্পীবৃন্দ কন্ঠ ও যন্ত্র সংগীত পরিবেশন করবেন যথাক্রমে দোলন কানুনগো (মোহন বীণা), মো. খালেদ লতিফ (কন্ঠ), জয়দীপ ভঞ্জ চৌধুরী (সেতার), শায়লা তাসমিন (কন্ঠ), শ্যামল চন্দ্র দাশ (বেহালা), ড. সুশান্ত কুমার সরকার (কন্ঠ), সমীর আচার্য (তবলা), প্রমিত বড়ুয়া (কন্ঠ), রাজিব চক্রবর্তী (তবলা), ফাল্গুনী বড়ুয়া অলি (কন্ঠ) , সুরজিৎ সেন (তবলা), সঞ্জয় বিশ্বাস (তবলা) মীর মো. এনায়েত উল্লাহ সানি (তানপুরা), মনি শংকর আইচ (তবলা), সজীব বিশ্বাস (তবলা), প্রাত দাশ ( তবলা), হৃষিতা মল্লিক (কন্ঠ), আনন্দী সেন (কন্ঠ), মো. হোসাইন চিশতি (তবলা), দেবব্রত সেন স্বপ্নীল (তবলা)।## প্রেস বিজ্ঞপ্তি