সাত পাকে বাঁধা পড়লেন শুভ ও প্রমা


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ জুলাই ১৪, ২০২৫

সাত পাকে বাঁধা পড়লেন জি বাংলা’র জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা ২০২২ এর মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী  শিল্পী শুভ দাশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মেধাবী শিক্ষার্থী প্রমা অবন্তি।

 

এক দীর্ঘ প্রেমের পথ চলা। দীর্ঘদিন ধরেই চুপিসারে প্রেম করছেন দুজনে।  চার হাত এক হলো দুজনের।

 

শুভ ও প্রমা’র বিয়েতে আত্মীয়-স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, শিল্পী দীপক দত্ত। এ রাতে তারকা শিল্পীদের চাঁদের হাট বসেছিল অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন  নজরুল গবেষক  জননন্দি শিল্পী সুজিত মোস্তফা , ক্লোজ আপ তারকা সাব্বির জামান, রাশেদ উদ্দিন , বিশিষ্ট সংগীত পরিচালক শান শায়েখ, গীতিকবি জয়ন্ত কর্মকার, কণ্ঠশিল্পী অন্তর রহমান, জুয়েল রানা , জোবায়ের শাওন, শিমুল দেব, স্নিগ্ধা জামান এবং চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সংগীত শিল্পী রিয়াজ ওয়াইজও প্রীতম ভট্টাচার্য  প্রমুখ। নব দম্পতি কে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন মিউজিক ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব  সহ অসংখ্য শ্রোতা ও শুভানুধ্যায়ীরা। #