আপডেটের সময়ঃ অক্টোবর ২৫, ২০২৩
বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ সীতাকুন্ড রামকৃষ্ণ সেবাশ্রমকে মঠের শাখা কেন্দ্র হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি প্রদান করেছেন।
এ উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার সীতাকুন্ড রামকৃষ্ণ সেবাশ্রমে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান পর্বে রয়েছে – মঙ্গলারতি, বাল্যভোগ, বেদমন্ত্র পাঠ, শ্রীশ্রী ঠাকুর, শ্রীশ্রী মা ও স্বামীজীর বিশেষ পূজা, ভোগ, হোম ও ভক্তিগীতি, মঙ্গল শোভাযাত্রা, নবনিযুক্ত অধ্যক্ষ মহারাজের মাঙ্গলিক অভিষেক অনুষ্ঠান। এছাড়াও সকাল ১০টা’য় সেবাশ্রম প্রাঙ্গণে “রামকৃষ্ণ ভাবধারা”বিষয়ক আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন শ্রীমৎ স্বামী তপনানন্দজী মহারাজ, শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। এছাড়াও আলোচক হিসাবে থাকবেন শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, শ্রীমৎ সুজনানন্দ ব্রহ্মচারী, প্রফেসর গুরুপদ পালিত, তাপস হোড়, আশুতোষ দাশ, এডভোকেট চন্দন দাশ প্রমুখ।# বিজ্ঞপ্তি