সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঘী পূর্ণিমা উৎসব সম্পন্ন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ২২, ২০২২

মহাযোগীরাজ শ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংস (ফকির) বাবাজীর পরম পূণ্যময় ২০৭ তম আবির্ভাব ও ১২৫ তম তিরোভাব তিথি উপলক্ষে মাঘী পূর্ণিমা উৎসব ফটিকছড়ি সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে নানান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে ছিল ঊষাকীর্তন,মঙ্গলারতি,সমবেত গীতাপাঠ,বিশ্বশান্তি যঞ্জ,ধর্মরসামৃত আলোচনা,গুরুদাস বাবার জীবনালোকে সংগীতাঞ্জলী।দুই দিনব্যাপী অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুয়াবিল সিদ্ধাশ্রম মঠের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী দেবানন্দ যদি মহারাজ।

নামযঞ্জের ধর্মসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু আশীষ কুমার ভট্টচার্য,অধ্যাপক রূপন নাথ,রনজিত চৌধুরী,। আদিত্য সৈকতের সঞ্চলনায় পরেশ চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ-উদ-দৌলা,কাউন্সিলর আমান উল্লা,জয়নাল আবেদী,সুমন বনিক,সাংবাদিক বরুন আচার্য্য বলাই, ডা.মানিক নাথ । গুরুদাশ পরমহংস (ফকির) বাবাজীর জীবনালোকে ভক্তিমূলক সংগীত পরিবেশনা করেন বেতার ও টিভির খ্যাতিমান শিল্পী শিমুল শীল ও অন্যন্যা শিল্পী বৃন্দ।