আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫
প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের শেষ বরিবার সূর্য ব্রত পূজা অনুষ্ঠিত হয়। এ দিন সনাতন ধর্মের নর-নারীরা উপবাস রেখে মনোবাসনা পূর্ণ করতে সূর্যদেবতাকে তুষ্ট করার অভিপ্রায়ে উপাচারে উৎর্সগ করেন। প্রায় দুইশ বছর ধরে এই সূর্য ব্রত পূজা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে সনাতনী পূণ্যার্থীদের মিলন মেলা হয়। উপজেলার চৌধুরীহাট বাজার থেকে এক কিলোমিটার ভিতরে বিশাল খোলা মাঠ যা সূর্য খোলা বিল নামে পরিচিত রয়েছে যুগযুগ ধরে। যা গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী সূর্য ব্রত পূজা বা সূর্য খোলা মেলা নামে পরিচিত।
এই মেলা ঘিরে আশেপাশের এলাকাবাসীরা আশা নিয়ে অপেক্ষায় থাকেন প্রতি বছর। এই মেলায় গৃহস্হালী বা বাসাবাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র হতে শুরু করে নানা রকমের খাবারদাবার ছোটদের খেলাধুলা মাটির জিনিস পসরা সাজিয়ে বসে ঐতিহ্যবাহী সূর্য খোলা মেলা দিনব্যাপী আয়োজন। জিনিসপত্র মধ্যে ফুলের ঝাড়ু বাঁশ বেতের আসবারপত্র শীতল পাটি তালপাতা হাত পাখা মাটি তৈরি তৈজসপত্র বিনোদনে র জন্য নাগর দোলাসহ অনেক কিছু।
সকাল থেকে শুরু হয় পুজা প্রস্তুতি। দুপুরে সূর্য ব্রত পূজা হয় একই সাথে পুরো মাঠ জুড়ে বসে মেলা, চলে সন্ধ্যায় পর্যন্ত । এই মেলাকে কেন্দ্র করে বৃদ্ধ থেকে শুরু করে ছোট বড় নরনারি লোক লোকরণ্য হয় একে ঘিরেই মানুষের মাঝে অনেক আবেগ ভালবাসা অনুভুতি আছে। বছরের পর বছর যাবত খোলা বিলে বসে আসতেছে সূর্য ব্রত পুজা আয়োজন বা গ্রামীণ মেলাটি.. এই মেলাতে আধুনিকতা ছোয়া নেই ঠিক আগের মত মেলা বিশাল বিলের মধ্যে দোকান পাঠগুলো নিয়ে বসে দোকানীরা দূরদূরান্ত থেকে আসা পুজারীরা পুজা শেষে তাদের পছন্দ মত জিনিসপত্র কেনাকাটা করে থাকে। এই মেলার মূল হলো সূর্য ব্রত পূজাকে ঘিরে।
শত বছর ধরে সনাতনী নর-নারীরা সূর্য ব্রত পূজা করে আসছেন। চৌধুরীহাট এলাকা স্থানীয় এক পূজার্থী শেফালী রানী কাছে সূর্য ব্রত নিয়ে জানতে চাইলে তিনি জানান, উনার দিদা দাদুর আমল থেকে এই পূজা করে আসছেন। উক্ত মাঠে বিলে তবে এই সূর্য ব্রত পূজা কবে থেকে শুরু হয়েছে এর সঠিক কোন তথ্য তার জানা নেই। তবে কমপক্ষে দুইশ বছরের বেশি হবে বলে জানান তিনি।
মেলায় খাদ্যপণ্য বিক্রেতা সুনীল বাবু জানান, চৌধুরীহাট সূর্য খোলা মেলাতে আসেন বাবার আমল থেকে। বেচাকেনা বেশ ভালো হয়। গ্রামীণ সংস্কৃতির অংশ হিসাবে শত বছর ধরে ঐতিহ্যবাহী সূর্য ব্রত পূজা বা মেলা চলমান রয়েছে চৌধুরীহাট এলাকাতে। এই মেলার মাধ্যমে ঘটে নতুন প্রজন্মের সাথে বাঙালি সংস্কৃতির পরিচয়। অসম্প্রাদায়িক চেতনা বিকশিত হয়ে মিলন মেলায় পরিণত হয় সূর্যব্রত। এই ধরণের মেলাকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে একই সাথে ভালাবাস আবেগ অনেক স্মৃতি রয়েছে মেলাগুলোতে।#
লেখক
সুমন গোস্বামী
সংবাদকর্মী।