সূর্য সেনের ফাঁসি দিবসে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ জানুয়ারি ১২, ২০২৩

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার উদ্দেগে মাস্টার দা সূর্য সেনের ৮৯ তম প্রয়াণ দিবসে পুষ্পমালা অর্পন করা হয়।

মাস্টার দা সূর্যসেনের ৮৯ তম প্রয়াণ দিবসে আজ বিকাল ৫ ঘটিকায় স্থানীয় জে এম সেন হল প্রাঙ্গণে মাস্টার দা সূর্যসেনের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার উদ্দেগে পুষ্পমালা অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শিবু প্রসাদ চৌধুরী, আমিরুল ইসলাম শাহানূর, মোহাম্মদ দেলোয়ার, তহিদুল ইসলাম মিথুন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, কনিক বড়ুয়া, জাহিদ হাসান সাইমুন,মোস্তফা আমান,শুভ দত্ত,মোঃ রুবেল, ইলমাইল সাকিব,অন্তরতানভির,তহিদুল করিম ইমন,গোবিন্ দত্ত,জাহেদ অভি,আবিদুল ইসলাম, ফয়সাল মাহমুদ জয়,মিনহাজুল ইসলাম,মুশফিকুর রহমান মিশু, জাবের আহমেদ, বোরহান,ইরফানুল হক রেজা,আব্বাসউদ্দীন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মাস্টারদা সূর্য সেন ছিলেন স্বাধীনতাকামী জনতার অনুপ্রেরণা। তার চেতনায় অনুপ্রাণিত হয়ে বাঙ্গালীরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের স্বাধীনতা এনেছিলেন। এখনো মানুষ অন্যায়, শোষণ নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্টার দা সূর্যসেনর বিপ্লবগাঁথা জীবনী থেকে অনুপ্রেরণা পায়। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন বিপ্লবের অমর প্রতীক হয়ে। # বিজ্ঞপ্তি