আপডেটের সময়ঃ আগস্ট ১৪, ২০২৫
রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল-এর ২০২৫-২৬ রোটারি বছরের দ্বিতীয় নিয়মিত সভা গত ৯ আগষ্ট ২০২৫ ইং শুক্রবার চট্টগ্রাম নগরীর কিচেনে রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান রবিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বানিজ্যক অনুষদের ডীন ও সাবেক রোটারি গভর্ণর প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী এবং সাবেক রোটারি গভর্ণর খাইরুল আলম। সভায় অতিথি বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট প্রতিনিধি মো. কামরুজ্জামান খান টিপু এবং রোটারি ক্লাব অব ঢাকা সিটির সাবেক সভাপতি মো. আসিফ ইকবাল আলী।
সভায় ক্লাবের বিভিন্ন কার্য্যক্রম নিয়ে আলোকপাত করেন ক্লাবের অতীত সভাপতি মেজর জেনারেল (অবঃ) আবদুল মতিন, অতীত সভাপতি জাহাঙ্গীর আলম জীম, অতীত সভাপতি আবদুর রাজ্জাক, অতীত সভাপতি তাজ উদ্দীন এবং অতীত সভাপতি মো. জামিল হানিফ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অতীত সভাপতি সৈয়দ মো. তারেক, রোটারি ক্লাব অব রিভারাইন হালদার প্রতিষ্ঠাতা সভাপতি ওমর আলী ফয়সল, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পিরিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম নান্টু, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্টসিটির অতীত সভাপতি সাজিদুল হক হাসান, রোটারি ক্লাব অব চিটাগাং বেংগল সিটির সভাপতি মিন্টু ইব্রাহীম, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সহ-সভাপতি গউস চৌধুরী মামুন, আবৃত্তি শিল্পী রুনা চৌধুরী ও সদ্য প্রয়াত সাবেক রোটার্যাক্টর ও রোটারিয়ান সরূপ বড়ুয়ার সহধর্মিণী পিংকি বড়ুয়া ও একমাত্র মেয়ে মোয়ানা বড়ুয়া।
সভায় একজন শিক্ষার্থীকে ক্লাবের পক্ষ বারো হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া প্রান্তিক সবজী বিক্রেতা শেফালী বেগমকে ক্লাবের পক্ষ থেকে একটি ডিজিটাল স্কেল প্রদান করা হয়। প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী রোটারি ক্লাব সমূহকে মেম্বারশিপ বৃদ্ধির মাধ্যমে ক্লাবের কার্য্যক্রম আরো গতিশীল করার আহবান জানান। সাবেক রোটারি গভর্নর খাইরুল আলম সভায় দুইটি মানবিক প্রজেক্ট পরিচালনা করায় রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালকে ধন্যবাদ জানান। মো. কামরুজ্জামান খান টিপু প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার জন্য সবাইকে আহবান জানান। # বিজ্ঞপ্তি