হাজারী লেইনে চলছে শারদীয় দুর্গোৎসবের তিন দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ অক্টোবর ২৩, ২০২৩

দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী হাজারী লেইন শারদীয় দুর্গোৎসব পরিষদ তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

‘শারদীয় দুর্গোৎসব ২০২৩’ শিরোনামের এই তিনদিনের আয়োজন চলছে হাজারী লেইন হাজারী বাড়ি মন্দির প্রাঙ্গনে সাংস্কৃতিক মঞ্চে।

 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পাগলা বাবলু, ফকির সাহাবুদ্দিন, ইলমা বিনতে বখতিয়ারসহ আরো একঝাঁক তারকা শিল্পী।

 

শনিবার সপ্তমীর সন্ধ্যা থেকে সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। চলবে নবমীর রাত পর্যন্ত। তিনদিনের এই আয়োজন ইতিমধ্যে বন্দর নগরের সংস্কৃতি প্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে।

 

প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার দর্শনার্থী ভিড় করে হাজারী লেইন পূজা মন্ডপে। দেবী প্রতিমা দর্শনের পাশাপাশি গান-নাচের সাংস্কৃতিক আয়োজনে সুন্দর সময় কাটায় তারা।

 

এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় আছেন ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী। আয়োজনের প্রচার সহযোগী- এখন চট্টগ্রাম।

 

হাজারী লেনের পূজা এবার বন্দর নগরীর অন্যতম আকর্ষণীয় পূজা মন্ডপ। এবারের পূজার থিম ‘প্রাণ প্রকৃতি’। গ্রামীণ আবহে পুরোপুরি প্রাকৃতিক উপকরণে করা হয়েছে মন্ডপ সজ্জা। হাজারী গলির এবারের পূজা শতভাগ পরিবেশ সম্মত। নেই কোনো প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার।

 

পূজা প্রাঙ্গনে বাঁশ-খড়-বেতের তৈরি জোড় হাতে প্রণামের আঙ্গিকের মূল ফটক স্বাগত জানায় দর্শনার্থীদের।

 

ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে মাটির ঘর, তাল গাছ, ধানের গোলার আদলে বিভিন্ন কাঠামো। আছে মাটির কয়েকটি ছোট প্রতিমা। আর মূল দেবী প্রতিমার সোনার বরণ। আলো ঝলমলে মন্ডপ এবারো নগরবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। ###