আপডেটের সময়ঃ মার্চ ১৪, ২০২৫
আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন। আজ ১৩ মার্চ প্রার্থীদের মাঝে নাম্বার (প্রতীক) বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন। তাসলিমার জন্য বরাদ্ধকৃত নম্বর হলো ২২০।
এই নির্বাচনে ক্ষমতাসীন দল কোকমুসের পক্ষে একমাত্র বাংলাদেশি প্রাথী হিসেবে নির্বাচন করছেন চট্টগ্রামের মেয়ে তাসলিমা জামান।
তাসলিমা জামানের নিবার্চনী ভাবনা কি প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিবাসী বিশেষ করে পিছিয়ে পড়া অনগ্রসর নারী ও পুরুষদের কথা চিন্তা করে তাদের জন্য কর্মদক্ষতা বৃদ্ধি ও সমাজে একীভূতকরণে কায্যকর পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য বিকাশে, যুবসমাজের কথা চিন্তা করে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাধুলার জন্য প্রয়জনীয় অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্ধ নিশ্চিত করা।
ছাত্রদের কথা চিন্তা করে নতুন নতুন কাজের ক্ষেত্র প্রস্তুত ও বিশেষ সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বয়োবৃদ্ধদের যথাযথ সেবা প্রদান নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তাছাড়াও, বাংলাদেশিদের ভারতের ভিসা জটিলতা বিষয়টি তুলে ধরে বাংলাদেশিদের জন্য ফিনল্যান্ডের সরকার যাতে বিকল্প কনস্যুলার সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন সেই জন্য ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোন’র প্রতি জোড় দাবি পেশ করেন তাসলিমা।
তাসলিমা বাংলাদেশী কম্যুনিটিসহ বিভিন্ন দেশের সংগঠনের সাথে তার নির্বাচনী ভাবনা সমূহ নিয়ে মতবিনিময় করেন যা সবার মাঝে ব্যাপক সাড়া জাগায়। পরিশেষে তাসলিমা জামান স্থানীয় কমিউনিটির স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন, এইজন্য দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
তাসলিমা জামান বাংলা ভাষা ও সংষ্কৃতি বিকাশে কাজ করার পাশাপাশি খেলাধুলার বিকাশে কাজ করে চলেছেন। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা। নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে হেলসিংকির প্রায় প্রতিটি লাইব্রেরি এবং পোস্ট অফিসে আগাম ভোট দানের ব্যবস্থা করা হয়েছে।
২ থেকে ৮ এপ্রিল আগাম ভোট দানের জন্য নির্ধারণ করেছেন। আর ১৩ এপ্রিল ভোট প্রদানের নির্ধারিত দিন। ফিনল্যান্ডে স্থায়ীভাবে দুইবছর বসবাস করলে এই নির্বাচনে ভোট প্রদান করা যাবে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ১৬ এপ্রিল।#