৩য় রমজানে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ২ হাজার প্যাকেট ইফতার বিতরণ


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ এপ্রিল ৫, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে তৃতীয় রমজানে ২ হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর নন্দনকানন, ডিসি হিল, জামালখান, আসকার দীঘির পাড় সংলগ্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণের সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। পবিত্র রমজান মাসে মহিউদ্দিন চৌধুরী সকল শ্রেণির মানুষের জন্য ইফতারের আয়োজন করতেন। এবিএম মহিউদ্দিন চৌধুরীর কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক দর্শন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমাদের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের নির্দেশনায় ইফতার বিতরণ কর্মসৃচী চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়া হবে।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, চসিকের সংরক্ষিত কাউন্সিলর আনুজমান আরা আঞ্জু, জামালখান ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, প্রসান্ত চৌধুরী জিসু, মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দীন চৌধুরী, মোহাম্মদ তসলিম, মোর্শেদ আলম, রতন ঘোষ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, এস এম হোসেন তুষার, আনোয়ার পলাশ, জোবাইদুল আলম আশিক, জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন, মোহাম্মদ রুবেল প্রমুখ।