অনলাইনে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নাই


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২২

‘সচেতন রই স্মার্ট হই’ এই প্রতিপাদ্য নিয়ে গত ৫ নভেম্বর শুক্রবার আন্তর্জাতিক সাইবার সচেতনতা মাস উপলক্ষে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর পাঠানটুলী চৌমুহনীর রয়েল কম্পিউটারে সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এটি পরিচালনা করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের অ্যামবাসেডর ও প্রযুক্তি বিষয়ক লেখক সাফ্ফাত আহম্মদ খান।
কর্মশালাটিতে সাইবার অপরাধ, কম্পিউটার হ্যাকিং, ম্যালওয়্যার, স্মার্টফোনের নিরাপত্তা, ইন্টারনেট ব্যবহারে সতর্কতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালাটি আয়োজন করতে সার্বিক সহযোগিতা করে সার্ভিসটেক ও স্টার ট্রাভেল এন্ড ট্যুরিজম এজেন্সি।

আয়োজকরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা মৌলিক ব্যাপার হয়ে গিয়েছে। প্রতিদিনই নতুন নতুন ধরনের সাইবার হামলার কথা শোনা যাচ্ছে। তাই নিজেকে অনলাইনে সুরক্ষিত রাখতে সচেতনতার কোনো বিকল্প নাই।
ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মশালা আয়োজন করবেন বলে জানান।