আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২২
ক্লাবের ওয়েবসাইটে সোমবার বিবৃতি দিয়ে নয়ারের অস্ত্রোপচারের বিষয়টি জানিয়েছে বায়ার্ন।
“রোববার মানুয়েল নয়ারের ডান হাঁটুর জয়েন্টে সফল অস্ত্রোপচার হয়েছে। তাই এফসি বায়ার্নকে আগামী কয়েক সপ্তাহে তাদের অধিনায়ককে ছাড়াই খেলতে হবে।”
ধারণা করা হচ্ছে, নয়ারের অনুপস্থিতিতে বায়ার্নের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেতে যাচ্ছেন দলটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক সভেন উলরিখ।
বুন্ডেসলিগায় ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন নিজেদের পরবর্তী লিগ ম্যাচে আগামী ১২ ফেব্রুয়ারি খেলবে বোহোমের বিপক্ষে। এরপর ইউরোপ সেরার মঞ্চে আগামী ১৭ ফেব্রুয়ারি সালসবুর্কের বিপক্ষে মাঠে নামবে জার্মান চ্যাম্পিয়নরা।
সালসবুর্কের বিপক্ষে বায়ার্নের দ্বিতীয় লেগ হবে তাদের ঘরের মাঠে, আগামী ৮ মার্চ। ওই ম্যাচের আগে নয়ার শতভাগ ফিটনেস ফিরে পাবেন কী-না, সেটাই হবে দেখার বিষয়।
বিশ্বকাপ জয়ী নয়ার অবশ্য আশাবাদী, এর আগেই সুস্থ হয়ে ওঠার। ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় দোয়া চেয়েছেন তিনি।
“বন্ধুরা, আজ (রোববার) বিকেলে আমার হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সবকিছু ঠিকঠাক হয়েছে, তাই আমি শিগগির পুনর্বাসনের অনুশীলন শুরু করতে পারব। দোয়া করবেন যেন আমি কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারি।”
আলিয়াঞ্জ অ্যারেনায় গত শনিবার লাইপজিগের বিপক্ষে লিগে বায়ার্নের ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন নয়ার। ওই ম্যাচ দিয়ে সাবেক জার্মানি গোলরক্ষক অলিভার কানের বুন্ডেসলিগায় খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৩১০টি জয়ের রেকর্ড স্পর্শ করেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
২০১১ সালে বায়ার্নে যোগ দেওয়ার আগে শালকের হয়ে প্রথম ৭৭টি জয় পেয়েছিলেন নয়ার।