মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে পাড়ি দেন লতা মঙ্গেশকর, সাক্ষাৎ হয় ‘বঙ্গবন্ধু’র সঙ্গে


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২২

রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর। ভারতের মতোই শোকস্তব্ধ বাংলাদেশও।

লতা মঙ্গেশকর শুধু ভারতের সঙ্গীতানুরাগীদের জন্য নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আইকন। সঙ্গীত জগতে বাংলা ভাষাতেও অনেক কালজয়ী সৃষ্টি উপহার দিয়েছেন তিনি। তাই ওঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশও। অনেকেই স্মৃতিমেদুর হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে লতা মঙ্গেশকরের একটি পুরনো ছবি দেখে। ঘটনাচক্রে ছবিটি টুইট করা হয়েছে প্রসার ভারতীর টুইটার হ্যান্ডেল থেকে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের সাংস্কৃতি জগতের নামজাদা অনেকে গিয়েছিলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে। সেই দলে লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলেন অভিনেত্রী ওয়াহিদা রহমান, অভিনেতা সুনীল দত্ত এবং ওঁর পুত্র তরুণ সঞ্জয় দত্ত।

মুক্তিযুদ্ধকে কুর্নিশ জানিয়েছিলেন লতা। এবং সেই সফরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। সেই সময়েই একটি ছবি তোলা হয়। যে ছবির ফ্রেমের ভিতরে একসঙ্গে রয়েছেন লতা মঙ্গেশকর এবং বঙ্গবন্ধু। সেই ছবিটিই রবিবার নতুন করে ছড়িয়ে পড়েছে নেচমাধ্যমে।

সেই স্মৃতি লতা মঙ্গেশকর কোনও দিন ভোলেননি। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর স্বাধীন বাংলাদেশ সফরের কথা বলে, নিজের ছবি শেয়ার করেছিলেন তিনি।

অদ্ভুত হলেও সত্যি, বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লতা মঙ্গেশকর— দু’জনেরই জন্মতারিখ ২৮ সেপ্টেম্বর। লতা মঙ্গেশকর জন্মেছিলেন ১৯২৯ সালে আর শেখ হাসিনা ভারতের স্বাধীনতার বছর, ১৯৪৭ সালে।

আজ লতা মঙ্গেশকরের প্রয়াণে দুই বাংলা, দুই দেশ আবার আবেগে, ভালোবাসায় ও শ্রদ্ধায় মিশে গেল। লতা মঙ্গেশকরের জন্যই সম্ভব হল।