আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২২
ভোগ ম্যাগাজিনের ইতিহাস প্রায় ১৩০ বছরের। এত বছরে পৃথিবীর বহু দেশের বহু শিল্পীকে প্রচ্ছদে তুলে এনেছে ম্যাগাজিনটি। ১৯৫৬ সালের মার্চ সংখ্যায় ‘ভারতের নাইটিঙ্গেল’ লতা মঙ্গেশকরকে নিয়ে প্রচ্ছদ করেছিল ভোগ।
তরুণ লতা তখন জনপ্রিয়তার শিখরে। সাদাকালো ছবি হলেও প্রচ্ছদে লতার হাস্যোজ্জ্বল মুখ প্রচ্ছদটিকে করে তুলেছিল অনিন্দ্য।
পরিচিত সাজেই দেখা গিয়েছিল তাঁকে। কপালে ছোট টিপ আর চুলের সেই চিরচেনা বেণি। ভোগ–এর এই প্রচ্ছদে লতাকে দেখা গেছে এমব্রয়ডারি করা খুব সাদামাটা শাড়িতে।
গলায় ছিল হালকা মালা ও কানে হিরার ছোট দুল। হাতে চিকন চুড়ি। আত্মবিশ্বাসী লতা মঙ্গেশকরের এমন ছবির সঙ্গে ভোগ–এর শিরোনাম ছিল ‘লতা মঙ্গেশকর—দ্য ওম্যান উইথ “মা সরস্বতী” ইন হার থ্রোট’।