একুশে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্টান ২০২২ সম্পন্ন।।


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ১২, ২০২২

কাঠপেম্সিল আর্ট স্কুল আয়োজিত মহান একুশে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্টান ২০২২ সম্পন্ন। ছবি আঁকার পাশাপাশি খেলাধুলায় শিশুকে উৎসাহিত করা ও মোবাইল আসক্তি থেকে মুক্ত করে শিশুর জীবনকে মানবিক করা সকলের দায়িত্ব। শিক্ষক,অভিভাবকদের সচেতননতার মধ্য দিয়ে শিশুর জীবনকে তৈরী করতে হবে।

শিশু কিশোরকে প্রকৃতির সান্নিধ্যে রাখা জরুরী। ১২ মার্চ রোজ শনিবার দুপুর তিনটা থেকে কাঠপেন্সিল আর্ট স্কুল আয়োজিত মহান একুশে শিশুকিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবকদের “সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবনা”শীর্ষক লেখালেখির লেখক সম্মাননা অনুষ্টিত হয় মোহরা আইডিয়াল স্কুল প্রাঙ্গনে। এতে অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মিডিয়া ব্যক্তিত্ব পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েসের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আতিকুর রহমান।। এতে আরো বক্তব্য রাখেন মোহরা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ জনাব ইকবাল বাহার। অনুষ্টানের সভাপতিত্ব করেন কাঠপেন্সিল আর্ট স্কুলের পরিচালক শিল্পী,লেখক,গীতিকার রানা সোহেল।

উপস্থিত ছিলেন ড্রাগ মিউজিয়ামের অলক বৈদ্য,ব্যাংকার খোরশেদ আলম, প্রশিক্ষক পিও,প্রশিক্ষক তৌকির, ওমেন্স পাওয়ার এর অনার পিনাজ আফরিনসহ আরো অনেকে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল ক্ষুধে শিল্পী কে বই,খাতা এবং ক,খ,গ ও ঘ বিভাগে পাঁচজন করে মোট বিশজনকে ক্রেস্ট প্রদান করা হয়। অভিভাবকদের লেখা থেকে সেরা পাঁচটি লেখার জন্য ক্রেষ্ট ও বিশেষ পাঁচটি লেখার জন্য পুরস্কৃত করা হয়।

স্কুল গ্যালারীতে প্রতিযোগিতার সকল ছবি প্রদর্শনী হয়। কাঠপেন্সিল আর্ট স্কুল শুদ্ধ সুন্দর সংস্কৃতি চর্চা ও ছবি আঁকার ইচ্ছে জগৎ হিসেবে এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করে পরিচালক রানা সোহেল অনুষ্টানের সমাপ্তী ঘোষণা করেন।