আপডেটের সময়ঃ মার্চ ১৫, ২০২২
সুস্থ সংস্কৃতি চর্চায় আয়নারমত প্রস্ফুটিত হয় ব্যক্তি, সমাজ ও দেশের মানস-প্রবণতা। শুদ্ধসংগীত সংস্কৃতির অন্যতম অপরিহার্য অঙ্গ। নতুন প্রজন্মকে শুদ্ধ সংগীত চর্চা, উচ্চাঙ্গসংগীতানুষ্ঠান আয়োজনের মাধ্যমে সুস্থ ধারা মানবিক গুণাবলী সম্পন্ন শিল্পী সৃষ্টিকরা একান্ত জরুরী। সম্প্রতি নগরীর থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে শ্রতিঅঙ্গন বাংলাদেশের দশম বার্ষিক শাস্ত্রীয়সংগীত সম্মেলনে অতিথিদের মধ্যে উদ্বোধক প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, গত প্রায় দুইবছর যাবৎ বিশ্ব অতিমারির মধ্যে উচ্চাঙ্গসংগীতানুষ্ঠান আয়োজন ¤্রয়িমান হলেও অতিমারি কাটিয়ে শ্রতিঅঙ্গন প্রয়াত সংগীতজ্ঞ আজাদ রহমান স্মরণে দশম বার্ষিক উচ্চাঙ্গসংগীত সম্মেলন আয়োজন করেছে সেটা সত্যিই প্রশংসনীয়।
বাচিক শিল্পী শান্তনু মিত্র ও মৌপিয়া বিশ্বাস এর স ালনায় অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেন সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক লিটন দাশ। সভাপতির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (চ.বি) প্রফেসর বেনু কুমার দে বলেন, “উদ্দেশ্য মহৎ হলে কোন বাধাঁই বাধা নয়” “ইচ্ছেগুলো যদি পবিত্রহয় স্বপ্নগুলো পূরণ হবেই”। তিনি সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে অবদানের জন্য অতিমারিতে হারানো সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, ডা. সন্দীপন দাশ ও প্রফেসর ড. জীবন চন্দ্র পালকে শ্রদ্ধার সহিত স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
২য় পর্বে উচ্চাঙ্গসংগীতানুষ্ঠানের শুরুতে সকল অতিথিদেরকে নিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে প্রয়াত সংগীতজ্ঞ আজাদ রহমান রচিত রাগ: ইমন বাংলাখেয়াল; “শুভ চিন্তা দাও মনে প্রভু, ধন সম্পদ মোহে অন্ধ ভূবনে”, দরবারী রাগে বাংলা খেয়াল “নিজেকে নিজেই সংশোধন কর নিজেকে আলোকিত মানুষ গড়ো”, বৃন্দাবনীসারং রাগে “বাজে মৃদঙ্গ বাজে তালে তালে প্রকৃতি সাজে” ও বাগেশ্রী রাগে তারানা পরিবেশন করেন সংগঠনের প্রায় ৮০জন শিক্ষার্থীবৃন্দ। রাগ যোগ ভূপালী, চন্দ্রকোষ বাংলাখেয়াল পরিবেশন করেন লিটন দাশ, তবলায় তিষাণ ঘোষ, হারমোনিয়ামে: সৈকত দত্ত, তানপুরায় সাথী সিংহ।
এরপর ত্রিতালে তবলা লহড়া পরিবেশন করেন প্রিতম আচার্য্য ও জয়ন্ত দেব, নাগমায় প্রত্যয় বড়–য়া। রাগ মালকোষ পরিবেশন করেন সৈকত দত্ত, তবলায় সানি দে, তানপুরায় অর্পিতা শীল এরপর রাজশাহীর শিল্পী ড. অসিত রায় বিলম্বিত একতালে ও ত্রিতালে বাংলাখেয়াল রাগ পুরিয়া ধানেশ্রী পরিবেশন করেন। তবলায় তিষাণ ঘোষ, হারমোনিয়ামে লিটন দাশ। সর্বশেষ ক্লাসিক্যাল গীটার পরিবেশনা নিয়ে মে আসেন দোলন কানুনগো, তবলায় রতন কুমার দত্ত। তাঁর পরিবেশনায় দর্শক ভিন্নমাত্রার আনন্দ অনুভব করেন এবং শ্রুতিঅঙ্গনের এই আয়োজনের জন্য ভূয়শী প্রশংসা করেন।