বঙ্গবন্ধু স্মৃতি শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ২০২২


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ১৭, ২০২২

অদ্য ১৭ই মার্চ ২০২২ ইং তারিখ, বৃহস্পতিবারে সমাজকল্যাণমূলক সংগঠন অরিজিন ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র আন্দরকিল্লায় জে.এম.সেন হলে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু স্মৃতি শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ২০২২। প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগ নেতা সন্দীপন সরকার মান্না এবং অরিজিন ফাউন্ডেশনের উদ্যোক্তা পরিচালক ও চট্টগ্রাম মহানগর কৃষকলীগ নেতা শিশির পারিয়াল। উদ্বোধনী বক্তৃতায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনির উপর আলোকপাত করেন এবং শিশু কিশোরদের বঙ্গবন্ধুর জীবনি সন্মন্ধে জানার জন্য উৎসাহিত করেন।

প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এবং সকল প্রতিযোগীদের অংশগ্রহনের সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ ও গবেষক জনাব জামাল উদ্দীন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আরমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সহ সভাপতি জনাব বিপ্লব চৌধুরী, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী আনোয়ার হাফিজ, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আবু হাসানাত চৌধুরী এবং বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্সের পরিচালক জনাব সুজন কুমার ভট্টাচার্য্য।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী জনাব পার্থ প্রতিম চৌধুরী।