খেলাঘরের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশু-কিশোররাই আগামী দিনের রূপকার

এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ১৭, ২০২২

আজ ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর’র চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শিশু-কিশোর সমাবেশ, ব্যানার, ফেস্টুন, বেলুন ও বাদ্যযন্ত্র সহকারে বর্ণিল আনন্দর‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডি.সি হিল প্রাঙ্গণে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ড. একিউএম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরীর স ালনায় এতে বক্তব্য রাখেন খেলাঘর সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. বেনু কুমার দে, সাংবাদিক এম. নাসিরুল হক, কবি আশীষ সেন, আবৃত্তি জন অ ল চৌধুরী, যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সংগঠনিক সম্পাদক তপন মজুমদার, সম্পাদক মন্ডলীর সদস্য এসকেন্দার আলী, রুবেল দাশ প্রিন্স, সাবেকুন নাহার ঝর্ণা, নাসির উদ্দিন, মনোয়ার জাহান মনি, ইন্দিরা চৌধুরী, ফয়েজুর রব মুন্না, পরেশ দাশগুপ্ত, মিজানুর রহমান, ইউনুছ, রুমা বিশ্বাস, আয়েশা আকতার নাজু, রঞ্জন দাশ প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার বিকল্প নাই। বঙ্গবন্ধু শিশু-কিশোরদের ভালবাসতেন বলেই, তিনি তাঁর শেষ জন্মদিন খেলাঘরের শিশু-কিশোর ভাই বোনদের সাথে নিয়ে উদ্যাপন করেছিলেন। তাই শিশু-কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার হাল ধরতে হবে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশু-কিশোররাই আগামী দিনের রূপকার।