৩ দিন ব্যাপী মমতা’র প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ১৭, ২০২২

নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৩ দিন ব্যাপী মমতা’র প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষন নগরীর বন্দরটিলায় ১৬ই মার্চ সম্পন্ন হয়েছে । মমতা’র পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ এন্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কীল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউএল এসডি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত উক্ত প্রকল্পের প্রশিক্ষনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে উক্ত প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র ও প্রাণিসম্পদ রক্ষনাবেক্ষন বিষয়ক ম্যানুয়েল প্রদান করা হয়। প্রশিক্ষন সমাপনীতে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ।

উক্ত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কর্ণফুলি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার। প্রশিক্ষন সমাপনীতে অভিমত প্রকাশ করেন মমতার উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন। সনদ বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন মমতা’র সহকারী পরিচালক, মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।

প্রশিক্ষন গবাদি পশু লালন পালন ও রক্ষনাবেক্ষন বিষয়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত কৌশল সমুহ নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষনার্থীরা এ ধরনের যুগোপযোগী ও প্রায়োগিক প্রশিক্ষন আয়োজনের জন্য মমতা ও লুলুলেমনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।