কনকর্ড এন্টারটেইন্টমেন্ট কোঃ লিঃ ও পোলার আইসক্রীম আয়োজিত ” পোলার মনের সুখে আঁকি” প্রতিযোগীতা -২০২২


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ২০, ২০২২

মহান স্বাধীণতার মাসে আগামী প্রজন্মের শৈল্পিক মননের বিকাশে অনুপ্রেরণা যোগাতে কনকর্ড এন্টারটেইন্টমেন্ট কোঃ লিঃ ও পোলার আইসক্রীম প্রথমবার আয়োজন করেছে “পোলার আইসক্রীম মনের সুখে আঁকি @ ফয়’সলেক চিত্রাংকন প্রতিযোগীতা। প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ও আর্ন্তজাতিকমান সম্পন্ন বিনোদনকেন্দ্র ফয়” স লেক কমপ্লেক্সে। প্রতিযোগীতায় মোট ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। দিনব্যাপী এই আয়োজনে সকল অংশগ্রহণকারীর জন্য ফয়’সলেক কমপ্লেক্সে ফ্রি প্রবেশ, রাইড, দুপুরের খাবার, আইসক্রীম সনদপত্র ইত্যাদি। ক ৫ – ৮ বছর খ ৯-১২ বছর গ ১২-১৬ বছর বয়সভিত্তিকপ্রতিটি বিভাগে থেকে ১০ জন বাছাইকরণ ও ক্রেস্ট বই সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয় এবং এছাড়াও প্রতিবিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় অর্জনকারীকে যথাক্রমে স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।

পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি এম এ মালেক।

চিত্রাকংন প্রতিযোগীতায়

ক বিভাগে লাবিবা লুতাস প্রথম, ওয়াসির রহমান ফাহিম দ্বিতীয় এবং প্রত্যয় সাহা তৃতীয় স্থান অধিকার করেন।

খ বিভাগে হামিন সাবতাজ আনওয়া প্রথম, সাবিহা রহমান ফাইরোজ দ্বিতীয় এবং নীরব রায় তৃতীয় স্থান লাভ করেন।

গ বিভাগে নূর এ জান্নাত প্রথম, আনিকা তাবাসসুম দ্বিতীয় এবং নীলয় কান্তি ধর তৃতীয় স্থান লাভ করেন।