উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন এর জম্ন্মদিন পালন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ২৯, ২০২২

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যেগে ২৮ মার্চ সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে, বহুমাত্রিক প্রতিভার অনন্য ব্যক্তিত্ব, এবং উদীচীর প্রতিষ্ঠাতা “সত্যেন সেন এর জন্মদিন পালন করা হয়,। উদীচী জেলা সংসদের সহ সভাপতি আলোকময় তলাপাত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ,সহ সম্পাদক জয়তী ঘোষ,অপর্না দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯০৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জ জেলার সোনা রং গ্রামে জন্ম নেয়া এই মহান ব্যক্তিত্ব সাহিত্যর যে কোন ধারায় আত্মপ্রকাশ করেছিল।

দেশমাতৃকার কঠিন সাধনা তার অন্তরে এমনভাবে বাসা বেঁধেছিল যা থেকে উনাকে বিচ্যুত করা যায় নি এবং সেই সাধনার কেন্দ্রবিন্দু ছিল শ্রমজীবী মানুষ।তিনি প্রগতিশীল চিন্তাধারাকে সমাজের তলদেশ অবধি সঞ্চারিত করার প্রচেষ্টা গ্রহন করেছিল জীবনের উষালগ্ন হতে।তিনি ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর মত সাংস্কৃতিক সংগঠন যা এখনও স্রোতস্বিনী নদীর মত প্রবাহমান।সমাজের অবহেলিত, বঞ্চিত,মেহনতি মানুষের পাশে থেকে উদীচী পথ দেখাবে বয়ে আনবে নতুন উষার বারতা এটাই ছিল সত্যেন সেন এর একান্ত কামনা।সভার শুরুতে উদীচীর শিল্পীরা সত্যেন সেন এর লিখা গান পরিবেশন করেন।