আপডেটের সময়ঃ মে ১৩, ২০২২
ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি এন্ড ভেনেরিওলজির ১৭তম সিম্পোজিয়ামে যোগ দিতে স্লোভেনিয়ে গেছেন সাউথ এশিয়ান রিজিওনাল এসোসিয়েশন অফ ডার্মাটোলজিষ্ট’ এর উপদেষ্টা অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি, সার্ক দেশ সমূহের চর্ম, যৌন, কুষ্ঠ ও এইডস রোগের চিকিৎসকদের সংগঠন সাউথ এশিয়ান রিজিওনাল এসোসিয়েশন অফ ডার্মাটোলজিষ্ট’ এর উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি এবং পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি।
এবার ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি এন্ড ভেনেরিওলজির ১৭তম সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানার। ১১ মে রাতে টার্কিশ এয়ারওয়েজ এর একটি বিমানে ঢাকা থেকে রওনা হন ডা. একিউএম সিরাজুল ইসলাম।
বিশ্বব্যাপি ভয়াবহ কোভিড মহামারির পর দীর্ঘ আড়াই বছর পরে ইউরোপে এই প্রথম সরাসরি এত বড়ো একটি বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের ৮০ টির বেশি দেশ থেকে আমন্ত্রিত চিকিৎসা বিজ্ঞানিরা এই সম্মেলনে অংশ গ্রহণ করবেন এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে করনীয় নির্ধারন করবেন।
৪ দিন ব্যাপি এই সম্মেলন শেষে সুইডেন, ভিয়েনা, নরওয়ে হয়ে নেদারল্যান্ডস এ এইডস বিষয়ক একটি কনসালটেটিভ সভায় অংশ গ্রহণ করে তিনি ২২ মে দেশে ফিরবেন।