চা বোর্ডে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ আগস্ট ৫, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (০৫.০৮.২০২২ খ্রি.) বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম-এ শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, বিশেষ দোয়া মাহফিল ও ভলিবল টুর্নামেন্টসহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তরুণ রাজনীতিবিদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক। মাত্র ২৬ বছরের জীবনে শেখ কামাল রাজনীতি, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান রেখে গেছেন, তা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।

 

বোর্ডের সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ রুহুল আমীন আলোচনা সভায় শেখ কামালের জীবন ও কর্মের ওপর উপস্থাপনা করেন। আলোচনা সভায় বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাদ জুমআ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে চা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ভলিবল খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #