জন্মাষ্টমী উদযাপন যুব পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠানে আ জ ম নাছির


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ আগস্ট ১৪, ২০২২

সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভাঙতে আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে মাঠে থাকতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে স্বাধীন করেছে। ধর্ম যার যার, দেশ সবার। তাই দেশের শান্তি বজায় রাখতে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তি সময় সুযোগে বাঙালির চিরকালীন ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপপ্রয়াস চালায়। কিন্তু তারা অতীতেও সফল হয়নি। ভবিষ্যতেও হতে পারবে না। তারা সহজ সরল বাঙালির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বিভ্রান্তি সৃষ্টির জন্য পরিকল্পিত এই অপকর্ম চালায়। কিন্তু বাঙালি ধার্মিক জাতি ধর্মান্ধ কখনো নয়। যারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিষদাঁত ভাঙতে আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে মাঠে থাকতে হবে।

 

১৩ আগস্ট দুপুরে নগরীর জামালখানস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন যুব পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন যুব পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি শ্বাশত চৌধুরী লিটুর সভাপতিত্ব অনুষ্ঠানে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন, লায়ন আশীষ ভট্টাচার্য, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সুমন দেবনাথ, লায়ন তপন দাশ,প্রকৌশলী আশুতোষ দাশ,রতন আচার্য্য, শ্রী প্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, জন্মাষ্ঠমী উদযাপন যুব পরিষদের সাধারণ সম্পাদক বাবুল দাশ তনয় বক্তব্য রাখেন।অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ কুমার দেব।#