বোধন’র আয়োজনে “অনুপম সময়”


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ আগস্ট ২০, ২০২২

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে “অনুপম সময়” আজ ২০ আগস্ট ২০২২ শনিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশে এখনও যে ক’জন মানবতাবাদী মানুষ বুদ্ধির মুক্তি আন্দোলনে আপোষহীন, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন তাঁদের মধ্যে অগ্রগণ্য । তিনি প্রাচীন আধুনিক, উত্তর আধুনিক শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজ, রাজনীতি, অর্থনীতি, দর্শন বিষয়ে প্রাজ্ঞজন, রেনেসাঁ পুরুষ।

 

অনুষ্ঠানে আবৃত্তি করবেন ড. অনুপম সেন। ড. অনুপম সেনের রচিত কবিতা- অনুবাদ কবিতা-প্রবন্ধ- গবেষণা- জীবনকথা নিয়ে সাজানো এই আয়োজনে আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সমাজতাত্ত্বিক ড. ওবায়দুল করিম দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাহিত্যিক ড. মহিবুল আজিজ, বন্দর মহিলা কলেজের উপাধ্যক্ষ কবি সেলিনা শেলী, ড. অনুপম সেন তনয়া ইন্দ্রাণী সেন এবং পাঠ ও আবৃত্তি করবেন বোধনের সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী ।#

Avve`yj nvwjg †`vfvl
mfvcwZ
†evab Ave„wË cwil` PÆMÖvg