রুবী আক্তারের কবরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ অক্টোবর ১১, ২০২২

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ রুবী আক্তারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

 

নগর আওয়ামী লীগের অফিস সহকারী আমির হাওলাদার এর স্ত্রী রুবী আক্তার ৫ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্বামী, ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

সেদিন বিকালে পশ্চিম ফিরোজশাহ্ আবাসিক এলাকায় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও খোরশেদ আলম সুজন, উপদেষ্টামন্ডলীর সদস্য শফর আলী, সম্পাদকমন্ডলীর সদস্য আলহাজ্ব বদিউল আলম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, আবদুস ছালাম, দিদারুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, মো. হোসেন, আবু তাহের, জামশেদুল আলম, মহানগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, সরওয়ার মোরশেদ কচি, ফরিদ মাহমুদ, কাউন্সিলর জহিরুল আলম জসিম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এরশাদ মামুন, শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু সহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কুমিরার বড় মসজিদ প্রাঙ্গনে মরহুমার দ্বিতীয় নামাজের জানাজার শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। আমির হাওলাদারের স্ত্রীর অকাল মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী এবং জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।##