মিথিলা আইচের ‘ব্রেভলি’ র পাঠোন্মোচন শুক্রবার


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ অক্টোবর ১৪, ২০২২

ছোটপত্রিকা খড়িমাটি-এর উদ্যোগে আগামীকাল ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মিথিলা আইচের ‘ব্রেভলি’ কবিতার বইয়ের পাঠোন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসময় প্রকাশনা, আলোচনা, পাঠ ও আবৃত্তি থাকবে।

 

আলোচনায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের গেস্ট স্কলার ও অ্যাডভাইজর প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। এতে অতিথি আলোচক থাকবেন কবি-অনুবাদক-সাংবাদিক জ্যোতির্ময় নন্দী, কবি-সাংবাদিক ওমর কায়সার, লেখক-ইঞ্জিনিয়ার নীপেশ রঞ্জন হোর, মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল মোত্তালিব, কবি-শিক্ষক শিব শংকর সেন, মুক্তিযোদ্ধা-কবি-প্রাবন্ধিক সাথী দাশ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুকান্ত আইচ, চলচ্চিত্র নির্মাতা-লেখক-শিক্ষক শৈবাল চৌধূরী, শিশুসাহিত্যিক-কথাসাহিত্যিক মিলন বণিক।

 

উল্লেখ্য, মিথিলা আইচ ৭ নভেম্বর ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন। পিতা ডা. সুকান্ত আইচ ও মাতা শ্যামলী আইচ। সে বর্তমানে ইউকের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে বিএ (অনার্স) করছেন। ‘ব্রেভলি’ তার প্রথম কবিতার বই। মিথিলা নিঃসঙ্গতার ঘোরকে অতিক্রম করার এক পাঠ তুলে রেখেছেন এই বইয়ে। এই গদ্য কবিতাগুলো সাহস সন্তরনের উজ্জ্বল দৃষ্টান্ত।