আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৩
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ মারা গেছেন।
রবিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ (৭৫) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি চার কন্যা সন্তানের জনক।
সোমবার সকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যাল প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হবে দ্বিতীয় জানাজা। মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তৃতীয় জানাজা হবে। তারপর নগরীর গরিব উল্লাহ শাহ মাজারের কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
মোছলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সাথে মুক্তিযুদ্ধের প্রারম্ভে গ্রেপ্তার হয়ে কারাগারে নিদারুণ নির্যাতন সহ্য করেছেন। সেখান থেকে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
“পরে বঙ্গবন্ধুর নির্দেশে যুবকদের সংগঠিত করতে শেখ ফজলুল হক মনির নির্দেশে যুবলীগের প্রতিষ্ঠাকালীন সংগঠক ছিলেন। তিনি কিছুদিন আগেও এক আলাপে আমাকে বলছিলেন, স্বাধীনতা পরবর্তী রাজনীতির ইতিহাসে চট্টগ্রামের অনেক বিষয় বাদ পড়েছে, সেগুলো তিনি লিখে যেতে চান। ….উনার ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধাকে হারালো। এই ক্ষতি অপূরনীয়।”
এক বিবৃতিতে মোছলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। শোক জানিয়েছেন দক্ষিণ জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
২০০৫ সালের ২৩ জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। তখন সভাপতি ও সম্পাদক হয়েছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু ও মোসলেম উদ্দিন আহমেদ। এরপর ২০১২ সালের নভেম্বর মাসে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে মোসলেম উদ্দিনকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করেন। সবশেষ ২০২২ সালের ১২ ডিসেম্বরে হওয়া সম্মেলনেও সভাপতির পদ পান মোছলেম উদ্দিন আহমেদ। মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসন শূন্য হলে দলের মনোনয়ন পান মোছলেম। ২০২০ সালের ১৩ জানুয়ারি হওয়া উপ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন তিনি।
ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়া মোছলেম উদ্দিন চট্টগ্রাম জেলা ছাত্রলীগের নেতৃত্বও দেন। দেশ মাতৃকার ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।#