আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩
মোহনবীণা ও বেহালার যুগলবন্দীতে রাগ যোগ-কিরোয়ানী এর সুর মঞ্জুসায় সদ্য প্রয়াত আগ্রা ঘরানার গুরু পণ্ডিত বিজয় কিচলু কে শ্রদ্ধাঞ্জলি জানালো চট্টগ্রামের শিল্পী দোলন কানুনগো ও পশ্চিম বঙ্গের শিল্পী অর্পণ বোস ও সমীর আচার্য্য।
চট্টগ্রাম নগরীর ফুলকির এ কে খান মিলায়তনে গতকাল ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’ আয়োজন করেছে – শ্রদ্ধা অর্পন ও শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী এবং পণ্ডিত বিজয় কিচলু এর স্নেহ ধন্য ছাত্রী শিল্পী শীলা মোমেন। গুরু শিষ্যর অন্দরমহলের অনেক অজানা কতকথা উল্লেখ করে তিনি বলেন- গুরু হলো পিতৃতুল্য, আর পিতার সেই রূপটি পেয়েছিলেন পণ্ডিত বিজয় কিচলুর সান্নিধ্যে এসে-গুরু হলো অলংকরনের বাক্সের মতো, শিষ্যর কাজ হলো বাক্সের চাবিটার সন্ধান করা।
যন্ত্রসংগীত শিল্পীদের প্রথম পরিবেশনা ছিল যোগ রাগে। বিলম্বিত ত্রিতালে অপূর্ব আলাপ, কোমল গান্ধার ও শুদ্ধ গান্ধারের বিচিত্র মেলবন্ধনে মোহনীয়-বিস্তার । এর পর মধ্যলয়ের সুরের ঝংকৃত জোড়-ঝালা দিয়ে শেষ হয় পরিবেশনা।
শিল্পীত্রয়ের দ্বিতীয় পরিবেশনা ছিল আর্দ্ধা ত্রিতালে, দক্ষিণ ভারতীয় ‘রাগ-কিরোয়ানী’। তাঁদের নৈপুণ্য ও স্নিগ্ধময় পরিবেশনা শ্রোতা দর্শকদের মুগ্ধ করে রাখে অনুষ্ঠানের শেষ পর্যন্ত।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদারঙ্গের সম্পাদক শিল্পী রাজীব দাশ। # – বিজ্ঞপ্তি