সেন্ট স্কলাস্টিকায় বিজ্ঞান মেলা মঙ্গলবার


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ১৯, ২০২৩

সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান প্রযুক্তি ও হস্তশিল্প মেলা মঙ্গলবার ২০২৩

সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান প্রযুক্তি ও হস্তশিল্প মেলা ২০২৩ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ২১ মার্চ। এবারের মেলায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত মোট ১৫০টি প্রজেক্ট উপস্থাপন করবে।

 

দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুলেয় সবুজ বালা। সভাপতিত্ব করবেন সেন্ট স্কলাস্টিকাস গার্লস হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফাদার লেনার্ড সি রিবেরু।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিল্পী সেলিন কস্তা, উপাধ্যক্ষ সিস্টার অসীমা স্কলাস্টিকা রিবেরু, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সাথী গোমেজ, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি কামনাশীল ভট্টচার্য এবং অনুষ্ঠানের আহ্বায়ক শিক্ষক রাজীব চক্রবর্তী।

 

স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মাগ্রেট মণিকা জিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিল্পী সেলিন কস্তা। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন গভর্নিং বডির চেয়ারম্যান ফাদার লেনার্ড সি রিবেরু।

 

বিজ্ঞান মেলা উদ্বোধন ঘোষণা করবেন প্রধান অতিথি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত ১৫০টি প্রজেক্ট উপস্থাপন করবে। ### ১৯ মার্চ ২০২৩ – প্রেস বিজ্ঞপ্তি