আপডেটের সময়ঃ মার্চ ২০, ২০২৩
সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙ্গে দিতে সকল প্রগতিশীল দেশপ্রেমিক জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে।
নড়াইল জেলার বড়দিয়া শাখা উদীচী কর্তৃক আয়োজিত ১৮ ও ১৯ মার্চ দুই দিনব্যাপী “উদীচী উৎসব” চলাকালে পেট্রোল বোমা হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অদ্য সোমবার বিকাল ৫ ঘটিকায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যেগে , চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি ডা: অসীম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ,জয়তী ঘোষ জয়শ্রী মজুমদার ,অপর্না চৌধুরী,প্রমুখ।
সভায় বক্তারা বলেন,গত ১৮ ই মার্চ নড়াইলের বড়দিয়ায় উদীচীর উৎসব প্রাঙ্গণে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী বোমা হামলা চালিয়ে তাদের মুখোশ আবারও উন্মোচন করেছে, বক্তারা অবিলম্বে এই জঘন্য ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোড় দাবী জানিয়েছেন।বক্তারা বলেন, স্বাধীনতার মাসে এই ধরনের অপতৎপরতা এটাই প্রমান করে যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী চায় না এই দেশে প্রগতিশীল মুক্তবুদ্ধি চর্চাগুলো এগিয়ে যাক,সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ে উঠুক।
বক্তারা আরও বলেন, প্রগতিশীল মুক্তিকামী মানুষের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে।সমাবেশে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা প্রতিবাদী গনসংগীত পরিবেশন করেন।# প্রেস বিজ্ঞপ্তি