আপডেটের সময়ঃ মার্চ ২৫, ২০২৩
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সাবেক সাধারন সম্পাদক উজ্জ্বল সিকদারের ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে বাঁশখালীর বৈলছড়ি গ্রামে। কমরেড উজ্জ্বল সিকদার ফাউন্ডেশন এর আয়োজনে এই স্মরণ সভা হয় শুক্রবার।
শুরুতে তাঁর স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পন করা হয়। এরপর শোক সংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীবৃন্দ।
বক্তব্য রাখেন কমরেড অধ্যাপক অশোক সাহা, কমরেড অধ্যাপক কানাই লাল দাশ, কমরেড সেহাব উদ্দীন সাইফু, ডা. কুমার চৌধুরী, এডভোকেট শৈবাল আদিত্য, সাংবাদিক মিন্টু চৌধুরী, এডভোকেট অসীম বিকাশ দাশ, সনত বড়ুয়া, মৃত্যুঞ্জয় দাশ প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ প্রগতির লড়াইয়ে অকুতোভয় যোদ্ধা ছিলেন উজ্জ্বল সিকদার, ছাত্র জীবন হতে একটি শোষনহীন, বৈষম্যহীন, শ্রেণীহীন, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করার কারনে প্রগতিশীল ছাত্ররাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে যুব রাজনীতিতে সক্রিয় থেকে এই দেশের কোটি কোটি বেকার যুব সমাজের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রসেনানীর ভূমিকায় ছিলেন উজ্জ্বল সিকদার। শিশু কিশোরদের বিজ্ঞানমনস্ক এবং সুন্দর সুস্থ সাংস্কৃতিক পরিমন্ডলে গড়ে তোলার নিমিত্তে শিশুকিশোর সংগঠনেও একজন দক্ষ সংগঠক হিসাবে নিরলসভাবে কাজ করে গেছেন এই প্রগতিশীল রাজনৈতিককর্মী।
বক্তারা আরোও বলেন উজ্জ্বলের অকালপ্রয়ানে সমাজ ও জাতি একজন পরিশ্রমী ও মেধাবী প্রগতিশীল রাজনৈতিককর্মী হারাল যা অপূরণীয়।# – প্রেস বিজ্ঞপ্তি