নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ান: সুজন

চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ১৪ দলের সমর্থন

এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ জুলাই ৮, ২০২৩

নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দাড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আজ শনিবার (৮ জুলাই ২০২৩ইং) সন্ধ্যায় ১৪ দল চট্টগ্রাম মহানগর সমন্বয়ক খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে তাঁর উত্তর কাট্টলীস্থ বাসভবনে এক সভায় উপরোক্ত মত প্রকাশ করেন সুজন।

সভায় খোরশেদ আলম সুজন বলেন, একটি রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের কোন বিকল্প নেই। কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সহিংস হয়ে উঠছে বিএনপি জামায়ত চক্রটি। দেশি বিদেশি চক্রের প্রত্যক্ষ মদদে তারা যেকোন মূল্যে নির্বাচনকে বানচাল করতে চায়। তাই তাদের উদ্দেশ্য কোনভাবেই সফল হতে দেওয়া যাবে না বলে মত প্রকাশ করেন নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ আরো বলেন, নির্বাচনকে সুষ্টু এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যে যতগুলো নির্বাচন সম্পন্ন হয়েছে সকল নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। তাই আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তাই বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশী শক্তির প্রেসক্রিপশনের কোন প্রয়োজন নেই। সভায় ১৪ দল নেতৃবৃন্দ চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।

 

এছাড়া নেতৃবৃন্দ আরো বলেন সম্প্রতি চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। শহরের পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকাংশে খারাপ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ। পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার অনুরোধ জানান তারা। বিশেষ করে নিজের আঙ্গিনার আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘরে মশারি টাঙিয়ে ঘুমানোর অনুরোধ জানান নেতৃবৃন্দ। এছাড়া জ্বর হলে কালক্ষেপন না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান ১৪ দল নেতৃবৃন্দ।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এডভোকেট আবু হানিফ, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ন্যাপের কেন্দ্রীয় সহ সভাপতি গাজী আলমগীর,  জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, ন্যাপ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, গণআজাদী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী, সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক ডা. বেলাল মৃধা, সাম্যবাদী দলের আহবায়ক অমূল্য বড়ুয়া, বাংলাদেশ তরীকত ফেডারেশন চট্টগ্রাম মহানগর আহবায়ক কাজী আহসানুল মোর্শেদ কাদেরী, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সদস্য দিদারুল আলম চৌধুরী প্রমুখ।####- বিজ্ঞপ্তি