আপডেটের সময়ঃ জুলাই ৩০, ২০২৩
বুধবার (২ আগস্ট) থেকে এক সপ্তাহব্যাপী জয়নুল গ্যালারিতে শিল্পী ফারজানা ইয়াসমিন এর “মিথ অব নেচার” শিরোনামে একক চিত্র প্রদর্শনী।
বুধবার ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, জয়নুল গ্যালারীতে ‘মিথ অব্ নেচার’ শিরোনামে শিল্পী ফারজানা ইয়াসমিন এর একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২ আগস্ট বিকেল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন একুশে পদক প্রাপ্ত শিল্পী সুপারনিউমারারি প্রফেসর ড. ফরিদা জামান ও একুশে পদক প্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল।
প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পী ফারজানা ইয়াসমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ‘ড্রইং এন্ড পেইন্টিং’ বিষয়ে অনার্স (১৯৯২) এবং মাস্টার্স (১৯৯৩) লাভ করেন। তিনি বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে (সুইডেন, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, নেপাল, ভুটান, ভারত) সোলো, গ্রুপ আর্ট এক্সিবিশন, আর্ট ক্যাম্প, ওপেন স্টুডিও, আর্টিস্ট টক, আর্টিস্ট রেসিডেন্সিসহ বিভিন্ন শৈল্পিক কার্যক্রমে অংশ নিয়েছেন।
শিল্পীর ‘মিথ অব্ নেচার’ শিরোনামের এ প্রদর্শনীতে তার চিত্রকর্মে টেক্সচার ও প্রাণবন্ত রঙের ব্যববহার প্রকৃতির বিমূর্ত সৌন্দর্যকে উদ্ভাসিত করে। প্রাকৃতিক জগতের প্রতি গভীর অনুভূতিতে একাত্ব হয়ে তিনি বিমূর্ততায় ও রঙের মূর্চ্ছনায় ক্যানভাসে যে আবহ সৃষ্টি করেছেন তা দর্শককে এক কাব্যময় রঙের জগতে নিয়ে যায়। রঙের মূর্চ্ছনার কাব্যময় আবেদন টেক্সচারের উপাদানগুলিকে গভীর ও স্পর্শকাতর করে, যা তার শিল্পকর্মকে প্রকৃতির সাথে গভীর একাত্বতারই প্রকাশ ঘটায়। ###- বিজ্ঞপ্তি