শিল্পী শুভ দাশ এর জন্মদিন আজ


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ আগস্ট ১, ২০২৩

আজ শিল্পী শুভ দাশ এর জন্মদিন। জন্ম ১ আগস্ট ১৯৯২। বাবা খোকন কান্তি দাশ এবং মা আন্না দাশ এর প্রথম সন্তান। সংগীতে হাতেখড়ি মায়ের হাত ধরে ঠিক সাত বছর বয়সে।

 

তখন থেকে সংগীতের প্রতি অন্যরকম ভালোলাগা শুরু হতে থাকলো। স্কুল জীবন পার করে বাংলাদেশের স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতের গুরু স্বর্ণময় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় শাস্ত্রীয় সংগীতে তালিম গ্রহণ করেন।

 

পরবর্তীতে ২০১২ সালের দিকে পাড়ি জমান কলকাতা শহরে সংগীতের উচ্চতর তালিমের জন্য। কলকাতার জননন্দিত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে আধুনিক গানে তালিম গ্রহণ করেন এবং যা অবধি চলমান। শিল্পী সব ধরনের গানে বেশ সাবলীল।

 

শিল্পী বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিয়মিত অনুষ্ঠানে গান পরিবেশন করে থাকেন। তাছাড়াও শিল্পী বাংলাদেশ টেলিভিশন ও বেতার, ঢাকা কেন্দ্রের আধুনিক ও নজরুলের কালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন।

 

সম্প্রতি উপমহাদেশের বিখ্যাত রিয়েলিটি শো ভারতের জি বাংলা সারেগামাপা ২০২২ এর মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশে গানের কাজ নিয়ে শিল্পী খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানালেন। ###