আপডেটের সময়ঃ আগস্ট ৩১, ২০২৩
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নের ফলাফলে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার সচিব. ড. ফেরদৌস জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যলায়র মঞ্জুরি কমিশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এ পি এ মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হয়।
এই ফলাফলে সর্বোচ্চ ৮৮ দশমিক ১৮ পয়েন্ট পেয়ে (সার্বিক স্কোরে) দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি)।
চমেবি’র সহকারী রেজিস্ট্রর ও এপিএ ফোকাল পয়েন্ট মো. আলাউদ্দিন জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মূল্যায়নে ১২তম স্থান অর্জন করেছে চমেবি। এবং চট্টগ্রাম বিভাগের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চমেবি দ্বিতীয় স্থান অর্জন করেছে।
সরকারি দপ্তরের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪-২০১৫ অর্থ বছর হতে সরকার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি চালু করে।
২০১৭ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদনের পর ২০১৮-২০১৯ অর্থবছর হতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে এপিএ চুক্তি করে আসছে।
মাননীয় উপাচার্য ড. ইসমাইল খান এই অর্জনের জন্য ফোকাল পয়েন্টসহ সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো ভালো করার জন্য উৎসাহিত করেন।# বিজ্ঞপ্তি