উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে এনায়েতবাজার মহিলা কলেজ মিলনায়তনে এক বর্ধিতসভা উদীচী শিল্পগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় বর্ধিড সভায় উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগরের সাধারন সম্পাদক আরিফ নূর।
সভার শুরুতে সংগঠনের বিগত দিনের কর্মকান্ড এবং আগামী দিনের পরিকল্পনার উপর রিপোর্ট পেশ করেন উদীচী চট্টগ্রাম জেলা কমিটির সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ।রিপোর্টের উপর পর্যালোচনা করে আলোচনায় অংশ নেন ডা. অসীম চৌধুরী,সুনীল ধর,মোরশেদুল আলম,স্বপন সাহা,মৃত্যুঞ্জয় দাশ,সঞ্জয় চক্রবর্তী প্রমূখ।
সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে সিলেটে নাট্যকর্মীদের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেন এবং এই হামলার তীব্রনিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোড় দাবী জানান। সভায় বক্তারা আরও বলেন,এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে।
প্রগতিকামী মানুষকে একত্রিত করে সব ধরনের অপসংস্কৃতি, সাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার শপথ নিতে হবে তবেই একটা মুক্তমানবের মুক্তসমাজ বিনির্মাণ করে আগামী প্রজন্মের কাছে আমরা একটি অসাম্প্রদায়িক, শোষনহীন,বৈষম্যহীন সমাজের নিশ্চিত করতে পারব। সভার শুরুতে জাতীয় সংগীত এবং সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা। বার্তাপ্রেরক ভাস্কর ধর।# – বিজ্ঞপ্তি