আপডেটের সময়ঃ অক্টোবর ৩, ২০২৩
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) গবেষণা সম্পর্কিত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ‘Clinical Study: Planning, Report Writing & Manuscript Preparation’ শিরোনামের এই কর্মশালা আয়োজন করা হয়।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সাত্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রবিউল আলম মো. এরফান উদ্দীন।
কর্মশালায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত ও উন্নত করতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা পদ্ধতি সম্পর্কে এ ধরণের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যে নতুন নতুন ভাইরাসজনিত রোগ ও সংক্রমণের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তা থেকে রক্ষা পেতে গবেষণা হলো একমাত্র উপায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন চমেবি’র উপ রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন, উপপরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাসিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন মোহাম্মদ মনোয়ার উল হক এবং চট্টগ্রামের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের স্বনামধন্য শিক্ষকবৃন্দ।# -বিজ্ঞপ্তি