আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও সংগঠক ডা. একিউএম সিরাজুল ইসলামের জন্মদিন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৩

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও সাংস্কৃতিক সংগঠক ডা. একিউএম সিরাজুল ইসলামের জন্মদিন ১৬ অক্টোবর।

 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও সাংস্কৃতিক সংগঠক ডা. একিউএম সিরাজুল ইসলামের ৭১তম জন্মদিন, ১৬অক্টোবর। ডা. একিউএম সিরাজুল ইসলাম চিকিৎসায় মানবসেবার পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সকল প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকান্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।

 

ডা. একিউএম সিরাজুল ইসলাম শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি হিসেবে বহু বছর ধরে সকল পেশাজীবীদের দাবিদাওয়া আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন।

 

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. একিউএম সিরাজুল ইসলাম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার সহ সভাপতি। তিনি অনলাইন সংবাদ মাধ্যম ‘এখন চট্টগ্রাম’ এর উপদেষ্টা।

 

পেশা জীবনে তিনি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। ডা. একিউএম সিরাজুল ইসলাম বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বহুবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। অংশ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনার ও সম্মেলনে। সার্ক দেশ সমূহের চর্ম, যৌন, কুষ্ঠ ও এইডস রোগের চিকিৎসকদের সংগঠন সাউথ এশিয়ান রিজিওনাল এসোসিয়েশন অফ ডার্মাটোলজিষ্ট’ এর উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম। ##