আপডেটের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৪
চট্টগ্রামের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬২তম শুভ জন্মতিথি উৎসব ২ ফেব্রুয়ারি শুক্রবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৃষ্ণাসপ্তমী তিথিতে যুগাচার্য স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবের আয়োজন করা হয়েছে।
ভোর পাঁচটায় বাল্যভোগ ও মঙ্গলারতির মধ্য দিয়ে উৎসবের দিনের কার্যক্রম শুরু হবে। এরপর বেদ পাঠ, স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ ও ভজন সঙ্গীত পরিবেশন করা হবে। সকাল ৭টায় হবে জপ-ধ্যান ও প্রার্থনা অনুষ্ঠান।
সকাল সাড়ে আটটায় শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির বিশেষ পূজা, ভোগ, হোম ও ভজন সঙ্গীত। সকাল ১০টায় বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় রাগ সঙ্গীত পরিবেশিত হবে। এরপর দুপুরে প্রসাদ বিতরণ করা হবে।
সন্ধ্যারতির পর আয়োজন করা হয়েছে আলোচনা সভার। এবার আলোচনা সভার বিষয়- স্বামী বিবেকানন্দের মানবতাবাদ। চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী শক্তিনাথানন্দ মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ অতিথি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সুজন কান্তি বিশ্বাস। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের সহ-সম্পাদক স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, চট্টগ্রামের সভাপতি পংকজ কুমার দে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।###