আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ১০, ২০২৪
গ্রুপ অব হিউম্যানিটির তৃতীয় বর্ষপূর্তি ও ডা. মুহাম্মদ রফিক স্মৃতি জিওএইচ মেধা বৃত্তি-২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের এ্যাপীলেট ডিভিশনের আইনজীবি ব্যারিস্টার মু. বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন তমিজা বশর মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোহাম্মদ লোকমান হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট শিল্পপতি জনাব ওয়াহিদুল ইসলাম মতি, অর্ণব ক্লাবের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, ডা. ওমর ফারুক পারভেজ , চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকিম, হাজীরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহ্জ্ব দিদারুল আলম, বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান ।
গ্রুপ অব হিউম্যানিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ রাতুল, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সভাপতি ইমাদ উদ্দিন জিসান। অনুষ্ঠান পরিচালনা করেন তানভীরুল ইসলাম সৌরভ, মোহাম্মদ শাকিল, ফরহাদ উল্লাহ, মোহাম্মদ আবিদ, ইমতিয়াজ হোসেন নয়ন, সোনিয়া আক্তার, মোঃ ইউসুফ রিয়াজ, মোঃ জুবাইরুল হক সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবক টিম।
গত ২১ অক্টোবর ২০২৩ ইং ৩২ টি স্কুলের প্রায় ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ তিনটি গ্রেডে মোট ৪২ জনকে বৃত্তি প্রদান করা হয়। ডা. মুহাম্মদ রফিক স্মৃতি জি.ও.এইচ. মেধাবৃত্তি পরীক্ষা’২৩ এ বেস্ট স্টুডেন্ট অব দ্যা ইয়ার’২৩ অর্জনকারী আল হিকমাহ মহিলা মাদ্রাসার শিক্ষার্থী আয়েশা সিদ্দিকাকে পুরস্কার হিসেবে ট্যাব, সনদপত্র, মেডেল ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এবং বৃত্তিপ্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীকে গ্রুপ অব হিউম্যানিটির পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র, মেডেল ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। # বিজ্ঞপ্তি