দ্বাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৪

চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা নগরীর ফিরিঙ্গী বাজারস্থ সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলে শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়।

 

“কণ্ঠরোধের কানুন ভেঙ্গে, কন্ঠ ছেড়ে গান ধরেছি” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য জসীম চৌধুরী সবুজ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে গণসংগীত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ।

 

চারটি বিভাগে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান: সপ্তর্ষি সেন ২য় স্থান: আয়ুস্মান দেবনাথ ৩য় স্থান: প্রত্যাশা সেন আবীর দাশ।

 

খ বিভাগে ১ম স্থান: অরিজিত চৌধুরী ২য় স্থান: কথা চন্দ ৩য় স্থান: বৃন্তা দাশ গ বিভাগে ১ম স্থান: শান্তা সেনগুপ্তা ২য় স্থান: অনন্যা দাশ ৩য় স্থান: আদিত্য দে। ঘ বিভাগে ১ম স্থান: উদীচী, চট্টগ্রাম জেলা সংসদ ২য় স্থান: প্রবর্তক সংঘ ৩য় স্থান: সুরমন্ডল সঙ্গীত বিদ্যালয় বিজয়ী হয়।

 

প্রতিযোগিতা শেষে সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ এর সঞ্চালনে সম্মানিত বিচারক মন্ডলীর পক্ষ থেকে সুব্রত দাশ অনুজ উপস্থিত প্রতিযোগীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য রাখেন। সবশেষে উদীচী, চট্টগ্রাম জেলার সংসদের সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য সুনীল ধরের বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।## – বিজ্ঞপ্তি