সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ১, ২০২৪

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ এর প্রতি দুই মাস অন্তর-অন্তর নিয়মিত আয়োজন “দ্বি-মাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান” ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো চট্টগ্রামস্থ থিয়েটার ইন্সটিটিউটের গ্যালারি হলে।

 

অনুষ্ঠানের প্রারম্ভে বক্তব্য রাখেন, বরেণ্য শাস্ত্রীয় সংগীত শিল্পী ও সদারঙ্গের প্রতিষ্ঠাতা পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী। তিনি বলেন, “সমাজের বিভিন্ন পারিপার্শ্বিকতা রোবট তৈরির কারখানা। বাঁধনহারা মনের প্রবৃত্তির ঊর্ধ্বমুখী আস্ফালন দিনদিন বেড়ে চলেছে সমাজের সবক্ষেত্রে। একটু রাগ-রাগীনির সুর অনিয়ন্ত্রিত চিত্তের লাগাম টানতে পারে। চিত্তের বিকাশে শাস্ত্রীয় সংগীত মুখ্য অনুঘটক হিসাবে কাজ করে।শুধু তাই নয়, মানুষের মত মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

 

আরো বক্তব্য রাখেন, সদারঙ্গের সহসভাপতি প্রফেসর অঞ্জন কুমার চৌধুরী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সুচনা হয় লহড়ার যুগলবন্ধীতে। পরিবেশন করে দুই শিশু শিল্পী  দেবব্রত সেন স্বপ্নীল ও মোঃ হোসাইন চিশতি। এতে হারমোনিয়ামে নাগমা বাজিয়ে সহযোগিতা করেন শিল্পীদ্বয়ের গুরু শিল্পী পলাশ দেব। তানপুরাতে ছিলেন- শিল্পী মীর এনায়েত উল্লাহ সানি। দুই শিল্পীর পরিবেশনা দর্শকবর্গ থেকে অনেক প্রশংসা কুঁড়িয়েছেন।

 

এরপর রাগ শুদ্ধকল্যাণ পরিবেশন করেন শিল্পী লিটন দাশ। পরে তিনি মিশ্র ভৈরবীতে একটি ঠুমরি পরিবেশন করেন। সংগতে ছিলেন, তবলায়- শিল্পী রাজীব চক্রবর্তী, হারমোনিয়ামে শিল্পী সৈকত দত্ত এবং তানপুরায়-  নীপা দত্ত।

 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদারঙ্গের সম্পাদক শিল্পী রাজীব দাশ।# বিজ্ঞপ্তি