স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু’র সভাপতি সৈকত, সাধারণ সম্পাদক হৃদয়


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ সেপ্টেম্বর ৫, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেতু” র ২০২৪-২০২৬ দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গত ৩০ আগস্ট শুক্রবার, মীরসরাই উপজেলাধীন দমদমা গ্রামস্থ সংগঠন কার্যালয়ে এক সাধারণ সভায় গঠিত হয়।

 

সংগঠনের সভাপতি জুয়েল বড়ুয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিগান বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যবৃন্দের মতামত ও সমর্থনের ভিত্তিতে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

উক্ত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন আগের কমিটির সহ-সভাপতি সৈকত বড়ুয়া, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন আগের কমিটির সাধারণ সম্পাদক রিগান বড়ুয়া। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আগের কমিটির সহ-সাধারণ সম্পাদক হৃদয় বড়ুয়া।

 

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ সাধারন সম্পাদক সপু বড়ুয়া ও কাকন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রুনপ বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক অনিক বড়ুয়া, অর্থ সম্পাদক দীপ্ত বড়ুয়া, সহ অর্থ সম্পাদক দোয়েল বড়ুয়া, দপ্তর সম্পাদক সৌভিক বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক: শান্তু বড়ুয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নিলয় বড়ুয়া, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক  অনিক বড়ুয়া, যুব ও ক্রীয়া সম্পাদক বাঁধন বড়ুয়া, সহ যুব ও ক্রীয়া সম্পাদক অর্নব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রক্তিম বড়ুয়া, সহ প্রচার ও প্রচাশনা সম্পাদক হৃদয় বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক শুভ বড়ুয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক দূর্জয় বড়ুয়া, পাঠাগার সম্পাদক সাম্য বড়ুয়া, সহ পাঠাগার সম্পাদক: ইসতি বড়ুয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক মিশু বড়ুয়া, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক অমিত বড়ুয়া এবং মহিলা সম্পাদিকা নিশিতা বড়ুয়া।

 

কমিটির কার্যকরী সদস্যরা হলেন সাগর বড়ুয়া, তয়ন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, অপূর্ব বড়ুয়া, অপু বড়ুয়া, হৃদয় বড়ুয়া ও প্রীজন বড়ুয়া।

 

উক্ত কমিটি আগামী দু’বছর সংগঠন পরিচালনা তথা সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন দায়িত্বশীল নেতৃবৃন্দ। উল্লেখ্য ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত সংগঠন “সেতু” সমাজ উন্নয়নে অতুলনীয় ভূমিকা রেখে এসেছে। ১৯৯৯ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভের পর থেকে আরো গতিশীলতার সাথে সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “সেতু”।

 

ঐতিহ্যের ধারাবাহিকতায় হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনটি সমাজ হিতৈষী বিভিন্ন কর্মকান্ডে আরো বহুদূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা সংগঠনটির নব নির্বাচিত কমিটি মেম্বারদের।# বিজ্ঞপ্তি