আপডেটের সময়ঃ জুলাই ৩, ২০২৫
শ্রীমৎ স্বামী মোহনানন্দ অবধূত পরমহংস মহারাজের ২৫ তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ৫-৬ জুলাই, ২ দিন ব্যাপী পটিয়া করল মোহনানন্দ সেবাশ্রম প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান পর্বে রয়েছে – শনিবার ব্রাহ্মমুহুর্তে শ্রীশ্রী গুরুপূজা ও ভোগারতি, সকাল সাড়ে নয়টা’য় সপ্তশতী গীতাপাঠ, দুপুর ১টা’য় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৪টা’য় গুরুবন্দনা ও ভক্তিগীতি।
বিকাল ৫টা’য় মহতী ধর্মসভা, এতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ। উদ্বোধক হিসেবে থাকবেন, ডাঃ দিলীপ ভট্টাচার্য্য।
এছাড়াও আলোচনায় অংশ নেবেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, ভাস্কর ডি.কে. দাশ, অধ্যক্ষ লক্ষী দেবী, সাংবাদিক শ্রী দেবপ্রসাদ দাস (দেবু), এডভোকেট কবিশেখর নাথ, শ্রী পরিমল কান্তি দত্ত, শ্রী বিদ্যুৎ চন্দ্র নাথ, শ্রী গৌতম ধর প্রমুখ। পরদিন তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। # বিজ্ঞপ্তি