হিউম্যানিটি রেভুলুশন স্টুডেন্ট ফ্রন্টের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জীবন ও দেশ রক্ষায় ছাত্রজীবন থেকেই মানবতার রাজনীতির ধারক হতে হবে।

এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ জুলাই ২৫, ২০২৫

হিউম্যানিটি রেভুলুশন স্টুডেন্ট ফ্রন্ট (ইনসানিয়াত বিপ্লব) স্টুডেন্ট ফ্রন্টের চট্টগ্রাম মহানগর প্রতিনিধি সম্মেলন ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা কার্যালয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন হিউম্যানিটি রেডুলুশন স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এমফিল স্টুডেন্ট রেজাউল কাওসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সাইফ, সম্মেলনে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ও বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তব্য রাখেন আরিফুল হক, আখতারুজ্জামান টিটু, গোলাম আহম্মেদ, সালমা সাফিরা, তানজিনা সুলতানা, সুমাইয়া রহমান, আলিফা নূর, সুমী আক্তার প্রমুখ।

 

সম্মেলনে হিউম্যানিটি রেভুলুশন স্টুডেন্ট ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ধর্মের নামে একটা অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজকে ইসলামের শান্তিময় মানবিক গণতান্ত্রিক আসল ধারার বিপরীতে সন্ত্রাসী জঙ্গিবাদি করে একদিকে ইসলামকে ধ্বংস করছে এবং অপরদিকে ছাত্র সমাজকে হিংস্র সন্ত্রাসী করে তুলছে।

ধর্মের মানবিক মূল্যবোধ বিরোধী ও গণতন্ত্র বিরোধী এবং স্বৈররাজনীতির ধারক একক গোষ্ঠীবাদি বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সমাজকে রাষ্ট্রক্ষমতা জবরদখলের হাতিয়ার হিসেবে অপব্যবহার করছে বলে দাবি করে বক্তাগণ সম্মেলনে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির শাখা যেমন শিক্ষার পরিবেশ ধ্বংসাত্মক তেমনি জীবন ধ্বংসাত্মক অনাচার।

 

হিউম্যানিটি রেভুলুশন স্টুডেন্ট ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ছাত্র সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ভালোমন্দ সব রাজনীতির একাডেমিক চর্চা করবে এবং যার যার জীবন আদর্শ নিয়ে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভিতরে দলীয় রাজনীতির দ্বন্দ্ব সংঘাত শাখা অবিলম্বে বন্ধ করার দাবী জানান হিউম্যানিটি রেভুলুশন স্টুডেন্ট নেতৃবৃন্দ।# বিজ্ঞপ্তি